Title
Armed VDP Training (Male) - 7th stage
Details
আগামী ০৭/০৩/২০২২ ইং তারিখ পিরোজপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয় ২১দিন মেয়াদী অস্ত্র সহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণের জন্য নাজিরপুর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় কিছু সংখ্যক পুরুষ বাছাই করা হবে।উক্ত প্রশিক্ষণে অংশ গ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজ পত্র সহ যোগাযোগ করার জন্য বলা হলঃ
সুযোগ-সুবিধাঃ
থাকা খাওয়া ফ্রি,প্রশিক্ষণ ফ্রি, প্রশিক্ষণ শেষে সনদ পত্র প্রদান করা হবে এবং১০% কোটায় অন্তর্ভূক্ত হবে।
প্রয়োজনীয় কাগজ-পত্রাদীঃ
(১) শিক্ষাগত যোগ্যতাঃএস এস সি / অষ্টম শ্রেণি পাস।
(২) জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
(৩) চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদপত্র।
(৪) বয়সঃ১৮-৩০ বছর।
(৫) উচ্চতাঃ৫ ফুট ৪ ইঞ্চি।